দেশ।।

দেশ শব্দ টা শুনলে সারা গায়ে দিয়ে ওঠে সিহরন,
মনে পড়ে যায় ভারতের পুরোনো ইতিহাস।
ভারত আমাদের সুজলা সুফলা দেশ,
যে ছিল বিদেশি দের হাতে বন্দী।
দুশো বছর ধরে অনেক লড়াই পর যদিও বা হল স্বাধীন,
কিন্তু পরাধীনতার আগুন এখনো জ্বলছে তার বুকের মধ্যে।
সমাজ ভরে গেছে অরাজকতা আর অশান্তিতে।
উগ্রপন্থী আর শোষকের দল শুষে খাচ্ছে
ভারতমাতার বুকের রক্ত।
ভারত আজ ইংরেজ দাসত্বের শিকল থেকে মুক্ত হতে পারলেও
সামাজিক পরাধীনতা এখনো তার পায়ে পরিয়ে রেখেছে
পরাধীনতার বেড়ি।
সমাজ কবে হবে দুর্নীতি মুক্ত,
কবে ঘূঁজবে ভারতের পরাধীনতার শৃঙ্খল,
কবে আবার ভারতের মানুষ মুক্ত বাতাসে নিতে পারবে নিশ্বাস,
ভারত আবার হয়ে উঠবে সুজলা সুফলা প্রাণবন্ত?।।

Leave a comment