গোধূলি।।

সিঁদুরে লাল রঙে চারিদিক ছেয়ছে,
প্রকৃতি সেজেছে আজ নতুন সাজে
আকাশে ছেয়ছে সূর্যের লালচে আভা
জলে তার প্রতিচ্ছবি যেন নদীকে দিয়েছে এক অপরুপ রুপ,
গোধূলির এই অপরুপ সৌন্দর্য,
মাঝি উপভোগ করছে নৌকার গতি কমিয়ে।
মেয়েটিও মুগ্ধ হয়েছে এই সৌন্দর্যে,
তাই তো সে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে।
হয়তো বা সে কারোর অপেক্ষারত,
স্বপ্নে বিভোর হয়ে সে ভাবছে তার কথা।।

Leave a comment